অনলাইন ডেস্কঃ অপহরণ, অস্ত্র আইন, মাদকদ্রব্য, খুন, নারী ও শিশু নির্যাতন, সিঁদেল চুরি, চুরি-ছিনতাই, ও অন্যান্য অপরাধসহ ৮ ধরণের অপরাধের পরিমাণ বেড়েছে। কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির দেয়া তথ্য মতে, ডিসেম্বরে কুমিল্লা জেলায় ৪৪৯টি অপরাধ সংঘটিত হয়েছে। এছাড়া অক্টোবরে ৪২৩ এবং নভেম্বরে ৩৭০টি অপরাধ সংঘটিত হয় কুমিল্লা জেলায়।
অপরাধ সংগঠিত তালিকার শীর্ষে ডিসেম্বর মাসের রেকর্ড ফাইল ও গত রবিবার (১০ জানুয়ারি) কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় দেয়া তথ্যমতে ও পরিসংখ্যানে দেখাগেছে, কুমিল্লা ১৮টি থানার মধ্যে তথ্য মতে ৬৩টি অপরাধ সংগঠিত হয়ে শীর্ষে রয়েছে কুমিল্লা সদর উপজেলার কোতোয়ালি থানা। দ্বিতীয় অবস্থানে ৫১টি অপরাধ নিয়ে কুমিল্লার সদর দক্ষিণ এবং তৃতীয় অবস্থানে দাউদকান্দি ৪৯টি অপরাধ। অপরাধ তালিকায় ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে ব্রাহ্মণপাড়ায়, চান্দিনা ও বুড়িচং।
২৮টি অপরাধ সংগঠিত তালিকা নিয়ে সাতে অবস্থান করেছে বরুড়া থানা।
বরুড়া থানার পরে অপরাধ তালিকায় যথাক্রমে আছে মুরাদনগরে ২৭টি, চৌদ্দগ্রামে ২৭টি, তিতাসে ২৬টি, দেবিদ্বারে ১৯টি, নাঙ্গলকোটে ১২টি,
লালমাই ১১টি অপরাধ সংগঠিত হওয়ায় লালমাই রয়েছে তাকিকার ১৩ নাম্বার স্থানে,
লাকসাম ৯টি, মনোহরগঞ্জে ৯টি, মেঘনায় ৮টি ও হোমনায় ৭টি সহ অপরাধ রেকর্ড করা হয়েছে।
অপরাধ বেড়েছে অভিযোগে সভায় আইনশৃঙ্খলা কমিটির সভায় কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, অপরাধ দমনে পুলিশ কাজ করছে। কুমিল্লায় আগম হয়েছে মাত্র সাপ্তাহ অতিক্রম করেছে। কুমিল্লা একটি বড় জেলা। আমি এই জেলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কুমিল্লার জনগণের তুলনায় পুলিশ সদস্যের পরিমাণ খুবই অপ্রতুল। এই জেলায় একজন পুশিল সদস্যে বিপরীতে রয়েছে প্রায় ১২’শ জন মানুষ। যার কারণে বলবো এই জেলায় অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
কুমিল্লা আইনশৃঙ্খলাকমিটি সভায় সিদ্ধান্ত কার্যক্রমে আরও জানা যায়, অপরাধ দমনে কুমিল্লা ১৭ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ৪১৬টি মোবাইল কোর্টে পরিচালনা করেন গত বছরের ডিসেম্বরে। ওইসব মোবাইল কোর্টে ১ হাজার ৯৯৬ টি মামলাসহ জরিমানার পরিমাণ ছিল ২৪ লাখ ৯৩ হাজার ৮৪০ টাকা। এছাড়া দুই হাজার ৩২৯ টাকা অর্থদণ্ডসহ ৪জন কারাদণ্ড প্রদান করা হয়েছিলো।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com