-অনলাইন ডেস্কঃ
সারা পৃথিবী জুরে আজ হাহাকার, জনমনে নেই শান্তি, করোনা মহামারিতে সবাই আতংক, স্বস্তি নেই কারো মনে, বিপাকে পরে আছে দিন মজুর, কামার, কুমার, চাষী, দেশে জুড়ে চলছে সংকট মূহর্ত ঠিক এই সময়ে অধ্যাপক অপু আলমের নেতৃত্বে ফ্রেন্ড সোসাইটির সদস্যরা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামে আজ এক দরিদ্র অসহায় কৃষক সুরুজ মিয়ার ২৪ ডিসিম জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে।
ধান কাটায় অংশ গ্রহন করেন,বাগমারা উত্তর ইউনিয়ন ৪নং ওয়াড আ'লীগের সাধারন সম্পাদক আবুল বাসার,বাগমারা বাজারারের বিশিষ্ট ব্যবসায়িক ব্যবসায়ি
আমির হোসেন,সমাজ সেবক আক্তার হোসেন,বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা আমির হোসেন,
লালমাই উপজেলা ছাত্রলীগ নেতা
রুবেল হোসেন (আবির) সহ প্রেন্ড সোসাইটির সদস্যরা।
এসময় অধ্যাপক অপু আলম বলেন আমরা বাগমারা উত্তর ইউনিয়নের সকল অসহায় দরিদ্র কৃষকের ধান কাটাকে দৈনন্দিন কর্মসূচি হিসেবে নিয়েছি তাই আগামীদিনে ও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com