-মোঃনাছির আহাম্মেদ।
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা করতে এবং হতদরিদ্রের পাশে থাকতে মাঠে নেমেছে বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা বাজারে ও এলাকায় সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
বিতরণ কালে বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাসির মির্জার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম,বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বি, যুগ্মসাধারণ সম্পাদক শাহপরান রাসেল, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সি এইচ এর পরিচালক সাইফুল ইসলাম রাজু, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন,আব্দুল্লাহ আল নোমান স্থানিয় ছাত্রলীগের নেতাকর্মী।
এদিকে লিফলেট বিতরণ কালে ছাত্রলীগ নেতারা বলেন, প্রবাসীরা দেশে পা রাখার পর ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন এ থাকবেন। যদি প্রবাসফেরত ১৪দিন হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলাচল করে তাহলে অমান্যকারীদের বাড়িতে গিয়ে আইনগত ব্যবস্থা নিবে স্থানীয় প্রশাসন।এবং করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, ঘনঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড পরিস্কার করুন, হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন, যেখানে সেখানে থুথু ফেলবেন না, রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিন এবং জনবহুল স্থানে এবং গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন, যথাসম্ভব জনসমাগম পরিহার করাসহ করোনাভাইরাসকে ভয় না পেয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com