নাফিউ জামান (লালমাই)
গত ১০-০৫-২০২০ তারিখ হতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি নির্দেশনা মোতাবেক সারাদেশে শপিংমল-মার্কেট সহ অন্যান্য দোকানপাট খোলা হয়। সকাল ১০ঃ০০ থেকে বিকাল ৪ঃ০০ পর্যন্ত স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক দূরত্ব মেনে ক্রয়-বিক্রয় সহ অন্যান্য সকল ধরনের কার্যক্রম পরিচালনা করতে সকলকে নির্দেশ প্রদান করা হয়।
এ সময় লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি উপজেলার জনগনকে সরকারি নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনা করার অনুরোধ করে এবং নিবিড় ভাবে জনগণের কার্যক্রম পর্যবেক্ষণ করে। গত সাত (০৭) দিনের পর্যবেক্ষণ শেষে আজ উপজেলা প্রশাসন থেকে ইউএনও কে.এম.ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যসুরক্ষা মেনে না চলায় লালমাই উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ১৮ মে,২০২০ (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলার সকল মার্কেট, শপিংমল, দোকানপাট,গণপরিবহন এবং অন্য জেলা-উপজেলা হতে প্রবেশ ও গমন বন্ধ থাকবে।
এসময়,ওষুধ,নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, অত্যাবশ্যকীয় পণ্যের দোকান, জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসরঞ্জাম সংগ্রহ ও পরিবহন ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়,এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com