গাজী মামুন: শীতের হিম হিম ঠাণ্ডা আর অসময়ের বৃষ্টিতে নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে পাশে দাঁড়ালেন কুমিল্লার লালমাই উপজেলাস্থ ৩নং ভূলইন উত্তর ইউনিয়নের অন্তর্গত ১নং ওয়ার্ড কুসুমবাড়ীর কিছু সংখ্যক যুবক ও প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত 'কুসুমবাড়ি (মজুমদার বাড়ি) একতা সংগঠন'।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে স্থানীয় একটি ক্লাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক অবস্থায় ১নং ওয়ার্ডের তিনটি গ্রাম (শিকারপুর, কুসুমবাড়ি, মেরকট) এর প্রায় ৬০টি অসহায় ও দুঃস্থ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি শাহাব উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি পাহান মজুমদারের সঞ্চালনায় কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন দাপাড় ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম ও কুসুমবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নজির আহমেদ, ভূলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার আরিফুর রহমান মজুমদার, পিপুলিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মাস্টার বাচ্চু মিয়া, বিশিষ্ট সমাজসেবক মাসুদ করিম, সাবেক মেম্বার আবদুল মান্নান, নাসির উদ্দীন, শাহাদাত হোসেন আর্মি, সংগঠনের সদস্য রিপন মজুমদার, মাসুদ রানা, ফারুক হোসেন সহ অন্যান্যরা।
পরে সংগঠনের উপদেষ্টা আরিফুর রহমান মজুমদার বলেন, এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের সেবার লক্ষ্যে ২০২১ সালের জুন মাসের প্রথম সপ্তাহে আমাদের সংগঠনটি যাত্রা শুরু করে। অরাজনৈতিক ও সেবামূলক এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে কুসুমবাড়ির মসজিদ, অজুখানা, কবরস্থান সংস্কার শেষে এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদান করে আসছে। ভবিষ্যতে আমাদের এ কার্যক্রম ইউনিয়ন ও উপজেলা ব্যাপী শুরু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য- এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে কুসুমবাড়ির (মজুমদার বাড়ি) এক ঝাঁক প্রবাসী খোরশেদ আলম মজুমদার, বিল্লাল হোসেন মজুমদার, মিজানুর রহমান মজুমদার, আবুল কাশেম মজুমদার, সাদেক হোসেন মজুমদার, জহিরুল ইসলাম মজুমদার'কে উপদেষ্টা ও সেলিম মজুমদার, সালেক মজুমদার, ইমান মজুমদার, মোহাম্মদ আলী মজুমদার, জাহাঙ্গীর আলম মজুমদার, জসিম উদ্দিন মজুমদার, এমরান মজুমদার, কাউছার মজুমদার, শাহনেওয়াজ মজুমদার, আবদুল কাদের মজুমদার, সোহেল রানা মজুমদার, সাদ্দাম হোসেন মজুমদার, আবদুস সালাম মজুমদার অয়ন, বাদল মজুমদার, রায়হান মজুমদার, নূর হোসেন মজুমদার, তুষার মজুমদার, আবু জাফর মজুমদার, আবু হানিফ মজুমদার, সাইফুল ইসলাম মজুমদার, মাইন উদ্দিন মাহিন মজুমদার, আবুল মজুমদার, তোফায়েল মজুমদার, ইলিয়াস মজুমদার, লোকমান মজুমদার, নিরব হোসাইন মজুমদার'কে সদস্য করে অরাজনৈতিক ও সেবামূলক এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com