
-আজকের লালমাই ডেস্কঃ-
কৃষক আমান উল্ল্যাহ হত্যা মামলায় লালমাই উপজেলার বেলঘর ইউপির ইছাপুর গ্রামের ১নং ওয়ার্ড মেম্বার মোহাম্মাদ দেলোয়ার হোসেন দেলু হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।
এই উপলক্ষে গতকাল ১০ই সেপ্টেম্বর গ্রামে তার আগমন উপলক্ষে দেলু মেম্বারকে সংবর্ধনা দেয়ার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উল্যেখ্য গত১৮-৪-২০২০ তারিখে লালমাই ইছাপুর গ্রামে আমানউল্লাহ মেয়ে কে দেলওয়ার মেম্বারের ভাই উত্যক্ত করলে তার প্রতিবাদ করে মেয়ের বাবা আমানউল্লাহ। আমানউল্লাহ তার মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করলে তাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যায় দেলওয়ার মেম্বার সহ তার চার ভাই, পরে আহত অবস্থায় পেলে যায় গ্রামের এক কবরস্থানে পাশে, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায়় তিনি মারা যান ।
পরে নিহত আমান উল্লাহ ছেলে বাদী হয়ে লালমাই থানা একটি হত্যা মামলা করেন। মামলার দুই মাস পর ২নং আসামী বিল্লাল সহ দুই জন আসামি গ্রেফতার করেছিল লালমাই থানা পুলিশ।
গতকাল মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন আমান উল্ল্যাহ হত্যা মামলার ৪নং আসামি দেলোয়ারের হোসেন এই উপলক্ষে তাকে গতকাল সংবর্ধনা দেয়া হয়।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com