কামাল হোসেন হৃদয়ঃ মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে লালমাই উপজেলার বেলঘর দঃ ইউনিয়নের কৈয়ারা গ্রামের যুবসমাজের উদ্যোগে এবং প্রবাসীদের সহযোগিতায় কৈয়ারা,প্রেমনল,রাজসা গ্রামের ১শ’ জন অসহায়-দরিদ্রদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।
কৈয়ারা গ্রামের কৃতি সন্তান জনাব, শহিদুল ইসলাম (রিয়াজ) এর সার্বিক তত্তাবধায়ন ও পরিচালনায় গ্রামের যুব সমাজের নাজমুল হাছান, রায়হান, ইমান হোসেন,আব্দুল কাদের প্রমুখের সহযোগিতায় ত্রান সামগ্রী বিতরন করেন।
উল্লেখ্য,
দীর্ঘ দিন যাবৎ করোনা ভাইরাজের কারনে অনেক সচল পরিবারও অনাহারে দিন কাটাচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া দিন মুজর, রিক্সা ও ভ্যান চালকদের কর্ম বন্ধ হয়ে যাওয়ায় অনাহারে দিন কাটাচ্ছে।
এসকল লোকদের চিহ্নিত করে ১শ’ জনের একটি লিষ্ট বানিয়ে তাদের মধ্যে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়,
এমন দুঃসময়ে ত্রান সামগ্রী হাতে পেয়ে অসহায় গরীররা মহান আল্লাহ্ কাছে ত্রান দাতাদের জন্য দোয়া করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com