-অনলাইন ডেস্কঃ-
লালমাই উপজেলা গঠন এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিলো, যা পূরণ করেন
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং এর বাস্তবায়নে নিজেকে বিলিয়ে দেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এবং বর্তমান সফল অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি।
২০১৭ সাল থেকে লালমাই উপজেলার প্রশাসনিক ও অন্যান্য কার্যক্রম চালু হলেও স্বাস্থ্য সেবা বঞ্চিত শুরু থেকেই।
গত ফেব্রুয়ারি মাসে জেলা সিভিল সার্জন অফিসের ঘোষণার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ অস্থায়ীভাবে শুরু হয় বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জানা যায়,
বাগমারা হাসপাতালে শুধু সীমিত আকারে বহির্বিভাগ সেবা চালু আছে তাও দুপুর ১ টার পর বন্ধ থাকে।
দুপুর ১/২ টার পর থেকে পরদিন সকাল ৯/১০ টা পর্যন্ত কোন জরুরি সেবা পাওয়া যায়না,হাসপাতাল তালা বন্ধ থাকে দুপুর ১/২ টার পর |
এজন্য লালমাই উপজেলার মানুষকে দুপুরের পর থেকে অসুস্থ হলে হয় যেতে হয় ১২/১৩ কিলোমিটার দূরের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা সদর দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এতে লালমাই উপজেলাবাসীকে অবর্ননীয় দুর্ভোগের স্বীকার হতে হয়।সড়ক দুর্ঘটনা/ অন্যান্য দুর্ঘটনায় আহত রোগীদের সেবাও দুপুর ১/২ টার পর পাওয়া যায়না।
সচেতন নাগরিকরা বলেন,
করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে লকডাউন এর কারনে আরো বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে মাননীয় অর্থমন্ত্রীর এলাকার মানুষদের।
তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব শীঘ্রই বাগমারা হাসপাতাল এর মাধ্যমে ২৪ ঘন্টা জরুরি স্বাস্থ্য সেবা চালু করে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com