নিজস্ব প্রতিনিধিঃ
সত্যের পথে অবিচল, আমরা মেহনতি মানুষের কথা বলি।
গত ২৭শে মার্চ শনিবার আলীশ্বর মুক্তিযোদ্ধা অফিসে। জাগো লালমাই অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মাসুদ রানার সঞ্চারণায় ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে অনলাইন নিউজ পোর্টাল জাগো লালমাই এর শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা পরিষদের ভাইসচেয়াম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান ডাঃ তৈয়ব আলী, অমর কৃষ্ণ বনিক মানিক, সাপ্তাহিক লালমাই বার্তার সম্পাদক জহিরুল ইসলাম। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লালমাই প্রতিনিদি প্রদীপ মজুমদার, এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার সময় পত্রিকার লালমাই প্রতিনিদি আফজাল হোসেন রনি, জাগো লালমাই অনলাইন পোর্টালের বার্তা সম্পাদক গাজী মামুন, জাকারিয়া প্রমুখ।
বক্তব্যে, কে এম সিংহ রতন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে জাগো লালমাই এগিয়ে যাবে এবং জাগো লালমাইয়ের সফলতা কামনা করছি।
আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার বলেন, সত্যের সন্ধানে আলোর পথে জাগো লালমাই এগিয়ে যাবে, যে কোন প্রয়োজনে আমরা পাশে থাকবো।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com