জুলাই পুনর্জাগরণ উপলক্ষে লালমাইয়ে সেবা মেলা, শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৬শে জুলাই শনিবার লালমাই উপজেলায় “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে সেবা মেলা, লাখো কণ্ঠে শপথ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কেন্দ্রীয়ভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত "সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ গ্রহণ" অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমাই থেকে যুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা। এছাড়াও উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. তাজুল ইসলাম, জুলাই যোদ্ধাবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উক্ত আয়োজনের মাধ্যমে সামাজিক সচেতনতা, নারী উন্নয়ন ও সমঅধিকারের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ইতিহাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com