-অনলাইন ডেস্কঃ-
-করোনাভাইরাস সংক্রমণজনিত সৃষ্ট দূর্যোগময় পরিস্থিতিতে লালমাই উপজেলার এনজিও সংস্থাগুলোর ঋণ আদায় কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা জারি করা হয়েছিল। এখানে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঋণ আদায় কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছিল।
তবে এক্ষেত্রে এনজিওগুলো ঋণ দিতে পারবে
এবং কেউ স্বেচ্ছায় ঋণ পরিশোধ করতে চাইলে নিতে পারবে।
কোনভাবেই জোরপূর্বক ঋণ আদায় করা যাবে না। বলে সামাজিক যোগাযোগ
মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত।
ইউএনও বিজ্ঞপ্তিতে বলেন, কোন এনজিও জোরপূর্বক ঋণ আদায় করতে চাইলে প্রমাণসহ তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার,লালমাই বরাবর লিখিত অভিযোগ দিন,আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এনজিও সংস্থাগুলোকে অনুরোধ করছি, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারও কাছ থেকে জোরপূর্বক ঋণ আদায় কার্যক্রম বন্ধ রাখার জন্য।
তবে বিজ্ঞপ্তিতে জানানো হয় সমবায় সমিতি ও ব্যাংকসমূহ এ নির্দেশনার বাইরে থাকবে। সমবায় সমিতিগুলো নিজেরা তাদের ঋণ আদায়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com