-লালমাই উপজেলার বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়নে করোনা ভাইরাস মোকাবেলায় তিনশত পরিবারের মাঝে নগদ তিন হাজার টাকা করে প্রদান করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট যার অন্যতম সহযোগী লোটাস কামাল ফাউন্ডেশন।
প্রতিষ্ঠানটির লালমাই উপজেলা কার্যালয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই অর্থ প্রদান করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোটাস কামাল গ্রুপ লালমাই অঞ্চলের ইনচার্জ মোঃ মনির হোসেন সুমন। প্রতিষ্ঠানটির আঞ্চলিক প্রধান মোঃ একরাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর কর্মকর্তা মোঃ আবদুল বাতেন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব, প্রতিষ্ঠানটির লালমাই শাখার ম্যানেজার রাসেল মনির এবং হিসাব কর্মকর্তা মোঃ ওয়াদুদ।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ২০১৭ সাল থেকে লালমাই উপজেলার বিভিন্ন গ্রামে যাকাতের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সহযোগিতা, শিক্ষা,চিকিৎসা এবং বিভিন্ন পরামর্শ দিয়ে স্বাবলম্বী ও দারিদ্রতা বিমোচনে বিশেষ ভূমিকা পালন করছে।এই প্রতিষ্ঠানটি যাকাতের সুষ্ঠু ব্যবহারে সারাদেশে মডেল হিসেবে কাজ করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com