দত্তপুরে রাতের আঁধারে অসহায়দের রমজানের উপহার দিলেন জার্মান প্রবাসী এনায়েতুর রহমান রাসেল।
-দত্তপুর পূর্বপাড়ার জার্মান প্রবাসী এনায়েতুর রহমান রাসেলের অর্থায়নে করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে ৪০ টি ফ্যামিলির মাঝে ইফতার সামগ্রী রাতের আঁধারে ঘরে ঘরে এই উপহার (খাদ্য সামগ্রী) বিতরন করা হয়।
বৃহস্পতিবার রাতে দত্তপুর গ্রামের করোনার কারনে কর্মহীন অসহায় ৪০ টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কাকর্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গ্রামের মেধাবী শিক্ষার্থী কামরুল হাসান রাফি।
তিনি বলেন,প্রতি গ্রামের প্রতি পাড়ার যারা আর্থিকভাবে ধনবান অর্থাৎ যাদের সামার্থ আছে তারা এমন চিন্তা করে এভাবে দরিদ্র মানুষের পাশে দাড়ানো উচিৎ।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com