-সারাদেশে চলছে ভোটার তালিকা হালনাগাদ। বাড়ি বাড়ি গিয়ে গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কুমিল্লার লালমাই উপজেলার ৯টি ইউনিয়নে প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার দ্বারা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর তথ্য সংগ্রহ শেষে গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ছবি তোলা ও নিবন্ধনের কার্যক্রম। এ কার্যক্রম শেষ হচ্ছে আজ।
এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদ নিবন্ধন কেন্দ্রে সকাল ৯ টায় বাগমারা উত্তর ইউনিয়নের ৬,৭,৮,৯ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলা ও নিবন্ধনের কার্যক্রম শুরু হয়। এর আগেই নিবন্ধন ইচ্ছুক বিভিন্ন বয়সের নারী ও পুরুষরা লম্বা লাইনে দাঁড়িয়ে যান। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা নারী পুরষদের ক্লান্তি ও তৃষ্ণা মেটাতে সুপেয় পানি, খাবার স্যালাইন ও নাস্তা বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উত্তর ইউনিয়ন শাখা ইউনিট।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উত্তর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল মান্নান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান, বাগমারা উত্তর ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি ফরিদ গাজী,যুব বিভাগ বাগমারা উত্তর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেলোয়ারের হোসেন,বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের সচিব বিঞ্চু দে, ইউপি সদস্য শাহআলম,আবু তাহের, আবুল কাশেম লালমাই উপজেলা আইবিডব্লিউএফের সেক্রেটারী নাজমুল হাসান , বাগমারা উত্তর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী ডাক্তার কাউছার আহমেদ জুয়েল, আজগর আলী খাঁন আকিল ও এ্যাডভোকেট ফরহাদ হোসেন প্রমুখ।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com