নাওড়া বন্ধন পরিষদের উদ্যোগে লালমাই উপজেলা প্রশাসন, লালমাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও জয়নগর স্বাস্থ্য সেবা - কল্যাণ কেন্দ্রের সহযোগীতায় বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শনিবার দুপুরে সরদার হোসেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে "নাওড়া বন্ধন পরিষদ" এর সদস্যরা স্থানীয় গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন লালমাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন (ইউনিভার্সেল কামাল)। এসময় উপস্থিত ছিলেন নাওড়া বন্ধন পরিষদের সভাপতি আবদুল বাতেন,সহ সভাপতি শাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক নাফিউ জামান, প্রচার সম্পাদক পারভেজ, ক্রিয়া সম্পাদক রায়হান সহ স্থানীয় গ্রামবাসী।
শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনটির সভাপতি আবদুল বাতেন, সামাজিক এবং মানবিক কাজে সংগঠনকে সহযোগিতা করায় লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবিক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com