গাজী মামুন: কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়ন শ্রীপুরের এক অজপাড়া গাঁয়ের সন্তান সৌদি আরবের প্রবাসী শাহজাহান হোসেন রিপন। প্রবাস জীবনে যিনি নিজ উপার্জনের একটা অংশ অকাতরে ব্যয় করেন এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও গ্রামীণ রাস্তাঘাট মেরামতে। এরই ধারাবাহিকতায় নিজ গ্রামের ঐতিহ্যবাহী শ্রীপুর ফয়জুল উলুম কওমী মাদ্রাসায় পড়াশোনার মান উন্নয়নে কর্তৃপক্ষের সার্বক্ষণিক নজরদারি রাখার লক্ষ্যে ব্যক্তিগত অর্থায়নে একটি আধুনিক কম্পিউটার মনিটর ও ৮টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন।
১০ অক্টোবর, রবিবার বিকেলে মাদ্রাসা মাঠে সিসিটিভি ক্যামেরা স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা।
একসময় উপস্থিত ছিলেন ভূলইন উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রহিম, ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন মজুমদার, উপজেলা কৃষকলীগ সদস্য আবদুল ওহাব ডিলার, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, হাজী আবদুর রশিদ ফাউন্ডেশনের সভাপতি জামাল হোসেন, ভূলইন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ভুট্টু, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আমির হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা শাহ পরান, যুবলীগ নেতা হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক রুবেল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ওমর ফারুক ও মোহাম্মদ হোসাইন সহ অন্যান্যরা।
উদ্বোধন শেষে মোনাজাতের মধ্য দিয়ে শাহজাহান হোসেন রিপন এর প্রয়াত বাবা মরহুম হাজী করম আলীর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com