-গাজী মামুন(লালমাই)
-কুমিল্লার লালমাইয়ে পছন্দের মেয়ের সাথে বিয়েতে রাজি না হওয়ায় বাবা-মার সঙ্গে অভিমান করে নাজমুল হাসান (২২) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ সংলগ্ন আনোয়ারা বেগম বিল্ডিংয়ের ৪র্থ তলার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। ভাড়া বাসায় নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন ওই যুবক। বিষয়টি নিশ্চিত করেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম।
নিহত নাজমুল উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের বড় ছেলে। সে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। আগামী ১৬ অক্টোবর তার প্রবাসে যাওয়ার কথা ছিল।
পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, পড়াশোনার পাশাপাশি হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে পড়ুয়া এক মেয়ের সাথে নাজমুল হাসানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। নাজমুল চেয়েছিল প্রবাসে যাওয়ার আগেই পছন্দের ওই মেয়েকে বিয়ে করে দেশে রেখে যাবে। কিন্তু বিষয়টি নাজমুল বাবা-মাকে জানালে এই মুহুর্তে তাকে বিয়ে করাবে না বলে জানিয়ে দেয় পরিবার। বাবা-মার সিদ্ধান্তের কথা শুনে ক্ষোভে মঙ্গলবার রাতে তার নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাজমুল। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের সাথে কথা বলে বুঝতে পারলাম পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারার হতাশা থেকেই নাজমুল আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com