-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, ফেরাউন শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশকে অস্থিতিশীল করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত আছেন।
ভারতে বসে খুনি হাসিনা বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এতে ব্যর্থ হয়ে নানান চক্রান্তে মেতে আছেন। বাংলাদেশের ছাত্র সমাজ আমরা যতদিন বেঁচে আছি, ততদিন আওয়ামী লীগ এই দেশে পুনর্বাসন হতে পারবে না। আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে পুনর্বাসন করতে হবে। যাদেরই তাদের পুনর্বাসনের চেষ্টা করবেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, তাদের পরিণতি ও আওয়ামী লীগের মতো হবে।
এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন শিশির শুক্রবার বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি লালমাই শাখার আয়োজনে, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক সহযোগিতায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন- আব্দুল মমিন, ফজলে রাব্বি, রাসেল সিদ্দিক, শাকিল আহমেদ, জাহিদুল ইসলাম ফারাবী, আবুল কাশেম রিপন প্রমুখ।
ইফতার অনুষ্ঠান শেষে দেশে গণহত্যার দায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়নাল আবেদীন শিশিরের নেতৃত্বে এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন শিশিরের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালমাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করে।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com