-গাজী মামুন (নিজস্ব প্রতিনিধি)
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইসমাইল হোসেন সিরাজী।
নিহত আবদুল মান্নান (৬২) জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে। তিনি স্থানীয় বাজারের ব্যবসায়ী ছিলেন।
নিহতের ছেলে গোলাম মোস্তফা বলেন, আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে বিশ্বরোড এলাকায় বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলেন বাবা। ফেরার পথে ট্রেনের কাটা পড়ে মারা যান তিনি।
এ ঘটনায় এসআই মো. ইসমাইল হোসেন সিরাজী জানান, পদুয়ার বাজার এলাকায় আবদুল মান্নানের ছেলের শ্বশুর বাড়ি। সেখানে একটি বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন তিনি। ছেলের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে পদুয়ার বাজার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের একশত গজ পূর্বে মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com