বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
লালমাই থানার সহকারী উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মেহেদী দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন বাসা-বাড়িতে ইয়াবা হোম ডেলিভারি দিচ্ছিল। ইয়াবা ট্যাবলেট হোম ডেলিভারি দিতে গেলে তাকে আমরা হাতেনাতে আটক করা হয়।
নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হয়ে মাদক বিক্রেতা ও সেবনকারীদের ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ বলেন, মেহেদী ইয়াবা সেবন ও হোম ডেলিভারি দেওয়ার কথা আদালতে স্বীকার করেছেন।
সুত্র:- কালের কন্ঠ
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com