-বাগমারায় গাঁজা সেবনের দায়ে দুই যুবক আটক করেছে পুলিশ।
২৯ জুন রবিবার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম মনোহরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯(১) এর 'গ' ধারা লঙ্ঘনের দায়ে মেহেদী হাসান শাকিল (২৩) কে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড এবং উমর ফারুক অপু (২১) কে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় লালমাই থানা পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
জনস্বার্থে লালমাই উপজেলা প্রশাসনের এমন ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও হিমাদ্রী খীসা।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com