--মোঃনাছির আহাম্মেদ (ডেস্ক)
সদ্যঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন বাগমারা মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত
দারুণ মেধাবী শয়ন ডাকসুর নুরু-রাব্বানি কমিটির সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি কুমিল্লার নজরুল মেমরিয়াল একাডেমী থেকে প্রাথমিক , কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি এবং ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইসএসসি শেষ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
মাজহারুল কবির শয়ন কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামের জনাব সোলেমান কবিরের সন্তান।
শয়নের বাবা সোলেমান কবির ছিলেন সাবেক সাধারণ সম্পাদক - লালমাই সরকারী কলেজ ছাত্রলীগ(৭৯-৮১) এবং সাবেক জিএস - লালমাই সরকারী কলেজ ছাত্র সংসদ(৮০-৮১)
মাজহারুল কবির শয়ন এর এমন সাফল্যে বাগমারা সহ উপজেলায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে স্টেটাস দিয়ে অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছেন দারুণ মেধাবী ছাত্রনেতা শয়নকে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com