-জীবিকার তাগিদে কয়েকবছর আগে সুদূর কাতার গমন করলেও বরাবরই খেলা প্রিয় একজন মানুষ মাসুদ রানা। দায়িত্বের ফাঁকে একটু সুযোগ পেলেই নিজেকে খেলাধুলার মধ্যে নিমজ্জিত রাখেন তিনি। কখনো নিজে খেলাধুলা করেন কখনো অন্যদের খেলা উপভোগ করেন। এভাবেই চলতে থাকা খেলা প্রিয় ফুটবল প্রেমী মাসুদ রানা এবারও কাতার বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচই কাতার স্টেডিয়ামে গিয়ে সরাসরি দেখছেন। এই বিশ্বকাপেও সে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কট্টর সমর্থক তিনি।
গতকাল খেলা চলা অবস্থায় কাতারের মাটিতে নিজ দেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করে স্বদেশের প্রতি গভীর অনুরাগ পোষণ করেছেন। এজন্য তাকে ধন্যবাদও জানিয়েছেন অনেকে।
প্রবাসী বাংলাদেশি এই মাসুদ রানার বাড়ি কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দৌলতপুর গ্রামে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com