-রুহুল আমিন(লালমাই সদর)
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার গোপন সংবাদের বৃত্তিতে রাত আনুমানিক ০১.০০টায় বাগমারা উত্তর ইউনিয়নস্থ দুতিয়াপুর রাস্তার মাথায় অভিযান চালায় লালমাই থানা পুলিশ।
এই সময় সন্দেহ মূলক ভাবে কয়েক জনের শরীর তল্লাশি করে পুলিশ। শরীর তল্লাশির সময় দিদার নামক একজন থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার এবং তাকে আটক করে লালমাই থানার পুলিশ।
আটককৃত আসামি খাগড়াছড়ি জেলার রামগড় থানার মৃত্য মোস্তফার ছেলে দিদার। পুলিশ সূত্রে জানা যায় দিদার আরো চারটি মামলার পলাতক আসামি।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com