-অনলাইন ডেস্কঃ
দেশে করোবার প্রকোপ দিনে দিনে বাড়ছে,এর মধ্যে আক্রান্তের সাংখ্য ছাড়িয়েছে ২০০০০।
করোনার ভয়াল থাবা থেকে মসজিদে আগত মুসল্লীদের রক্ষায় কুমিল্লার লালমাই উপজেলায় অনন্য উদ্যোগ নিলো দারুত্ তাহ্-যীব মহিলা মাদ্রাসা"র পরিচালক মাছুম বিল্লাহ।
১৫ই মে শুক্রবার বাগমারা বড় মসজিদের সামনে এই জীবানু নাশক স্প্রে চেম্বার স্থাপন করেছে
দারুত্ তাহ্-যীব মহিলা মাদ্রাসা"।
এ জীবাণুনাশক স্প্রে চেম্বারে প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে গায়ে জীবাণুনাশক পানির ছিটানোর মাধ্যমে শরীরে আটকে থাকা সকল জীবাণু মুক্ত হবে এতে করে মুসল্লিদের করোনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন দারুত তাহাযীব মহিলা মাদ্রাসার পরিচালক মাসুম বিল্লাহ।
চলমান মহামারি করোনা ভাইরাসের পাদুর্ভাব ছড়িয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য মসজিদে আসা মুসল্লীদের সাস্থের দিকে লক্ষকরে লালমাই উপজেলার বাগমারা বড় মসজিদে বাগমারা দারুত্ তাহযীব মহিলা মাদরাসার নিজস্ব অর্থায়নে তৈরী করা হয়েছে জীবানু নাশক ট্রানেল তৈরির ব্যাপারে মুসল্লীদের মতামত জানতে চাইলে তারা বলেন.. আমরা মুসলমান তাছাড়া এখন মাহে রমজান চলছে একদিকে করোনার ভয় অন্যদিকে জাহান্নামের ভয় সর্বপুরি মসজিদে না আসলে মনে তৃপ্তি পাওয়া যায়না.. তার পরেও মনে একটি ভয় কাজ করে.. আলহামদুলিল্লাহ এখানে এসে এই জীবানু নাশক ট্রানেল দেখে খুব ভালো লাগছে.. এজন্য আমি ধন্যবাদ জানাই এই ট্রানেলের দাতা বাগমারা দারুত্ তাহযীব মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসুম বিল্লাহ মুহাজীর সহ সংশ্লিষ্ট সকলকে এমন সুন্দর একটি পরিকল্পনার জন্য। আমার মতে সকল মসজিদে এমন জীবানু নাশক ট্রানেল তৈরী করা প্রয়োজন..
এ ব্যাপারে দারুত্ তাহযীব মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসুম বিল্লাহ মুহাজীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন.. "দেখুন আমরা যদি আমাদের সাস্থের প্রতি লক্ষ না রাখি তবে আমরা নিজেরাই নিজেদের বিপদের সম্মুখীন করে দেবো। তাই আমার এই ছোট্ট প্রচেষ্টা জীবানু নাশক ট্রানেল স্থাপন করা.. যার মাধ্যমে মুসল্লীরা তাদের শরীরকে জীবানু মুক্ত করে মসজিদে প্রবেশ করতে পারবে। এটা দারুত তাহযীব মমহিলা মাদরাসার একটি ক্ষুদ্র জনসেবা ধরে নিতে পারেন.. আমি চাই এর মাধ্যমে আমরা মানুষের মাঝে সচেতনতা তেরী করতে।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com