-আজকের লালমাই ডেস্কঃ-
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা পূর্ব বাজারে অভিযানে গণপরিবহনে জিপি আদাযের নামে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করেছে র্যাব।
বুধবার জেলার লালমাই উপজেলার বাগমারা পূর্ব বাজার এলাকায় গণপরিবহনে চাঁদাবাজির সময়ে চারজনকে আটক করা হয়। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব এই তথ্য জানান।
আটক হওয়া ব্যাক্তিরা লালমাই উপজেলার পূর্ব অশ্বতলা গ্রামের মৃত সুলতানের ছেলে মোঃ বিল্লাল (২৫), একই উপজেলার বাগমারা গ্রামের আলী আশরাফের ছেলে মোঃ সোহরাব হোসেন (২৪), বাগমারা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৫) ও পূর্ব অশ্বতলা গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ রিয়াদ (১৮)। এ সময় তাদের নিকট হতে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের দুই হাজার ৬৫০ টাকা, চাঁদা আদায়ের ভুয়া রসিদ উদ্ধার করা হয়।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com