-বিশেষ প্রতিনিধিঃ-
কুমিল্লার লালমাইয়ে তাবলীগ জামাতে আগত ১৫ সদস্যকে উপজেলার বাগমারা পূর্ব বাজার রেল গেইট জামে মস খাবারের সাথে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাবলীগে আগত সদস্যদের প্রায় ৩০ হাজার টাকা, মোবাইল ও বেগ নিয়ে যায়।
১লা ডিসেম্বর বুধবার রাতে বাগমারা বাজারের রেল গেইট জামে মসজিদে এঘটনা ঘটে। অসুস্থরা মসজিদে চিকিৎসাধিন রয়েছে।
অসুস্থ তাবলিগ জামাতে আগত সদস্যরা ও আমির মোঃ আমির হোসেন জানান তাদের মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বাগমারা রেল গেইট জামে মসজিদে তিন চিল্লার বিভিন্ন বিভাগের ১৫ জন সদস্য ওঠেন। সকাল থেকে তারা তাদের ফেরকার প্রতি স্থানীয়দের দাওয়াত দেন। এরপর তাদের রীতি অনুযায়ী কাজ করেন। বুধবার রাতে খাবারের পর সবাই অচেতন হয়ে পড়ে। এরমধ্যে গুরুতর অসুস্থ হয় ১১ জন। ফজরের সময় তাবলিগের ৪ সদস্য উঠলেও ১১ সদস্য ঘুম থেকে উঠতে পারেনি। এ দেখে স্থানীয় মারকাজ মসজিদে বিষয়টি জানান আগতরা। উপজেলায় কোন হাসপাতাল না থাকায় পরে অচেতন অবস্থায় ১১ জনকে স্হানীয়ভাবে চিকিৎসা করানো হয়। এরকম ঘটনা বাগমারায় এই প্রথম বলে জানান তাবলিগ জামাতের সাথে সংশ্লিষ্টরা।
লালমাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, অভিযোগ শুনে আমার অফিসারকে পাঠিয়েছি। অসুস্থদের চিকিৎসা করানোর জন্য বলেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com