-প্রদীপ মজুমদারঃ কুমিল্লার লালমাইয়ে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক্ না পড়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও বাজারে ঘোরাফেরার অপরাধে মোবাইল কোর্টে ১০জনকে ১৩,৬০০/- টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
১৮ই নভেম্বর বুধবার বাগমারা বাজার ও উপজেলা চত্বরে ইউএনও মোঃ নজরুল ইসলাম ও লালমাই থানা পুলিশের এসআই কামাল হোসেন এবং সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় মোবাইলকোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনগনকে মাক্স পড়তে পরামর্শ দেন। এব্যাপারে ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন, করোনার দ্বিতীয় ধাপে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সংক্রমণ ব্যাধি ২০১৮ আইনে মোবাইল কোর্ট পরিচালনার আদেশ দিয়েছেন, তারাই ধারাবাহিকতায় আমরা অভিযান পরিচালনা করছি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com