
-অনলাইন ডেস্কঃ
লালমাইয়ে ভ্রাম্যমান আদালতে ৯টি মামলায় ৪৪০০ টাকা জরিমানা করেন ইউএনও লালমাই।
৩রা অক্টোবর রবিবার বিকাল ৪টায় লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ বাজার কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে গাড়ির ও ডাইভিং লাইসেন্স না থাকা এবং লাইসেন্স মেয়াদ উর্ত্তীণ,হেলমেট না পরা,৩জনের মোটরসাইকেল আরোহী, করোণা ভাইরাসের ভয়াবহতা রোধে মাক্স পরিধান অমান্য করায় ৯জনকে বিভিন্ন অভিযোগে ৪৪০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যট সাজিয়া আফরোজ।
এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন লালমাই থানার সাব ইন্সপেক্টর অর্জুন রায় চৌধুরী,উপজেলা নাজির রতন চন্দ্র সিংহ প্রমুখ।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com