-আজকের লালমাই ডেস্কঃ-
বাগমারা বাজার গ্লোবাল টাওয়ারের ২য় তলায় অাইএফআইসি ব্যাংকের বাগমারা বাজার উপশাখা উদ্ভোধন করা হয়েছে।
১৬ই জুলাই বৃহস্পতিবার লালমাই উপজেলার বাগমারা গ্লোবাল টাওয়ারে ২য় তলায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য নীতি মেনে যাত্রা শুরু করেছে আই এফ আই সি ব্যাংক বাগমারা উপশাখা।
আইএফআইসি বাগমারা শাখার উদ্ভোধন করেন
কুমিল্লা আই এফ আই সি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মো: মোতাব্বের হাসান।
এই সময় উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল টাওয়ারে পরিচালক মো আব্দুর রহমান এছাড়া বাগমারা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী এবং গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন ।
গ্লোবাল টাওয়ারে পরিচালক মোঃ আবদুর রহমান বলেন করোনার মহামারী কারনে ঝাকঝমক ভাবে অনুষ্ঠান করা সম্ভব্য হয়নি।
লালমাইয়ের মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছাতে অনন্য ভূমিকা রাখবে আইএপআইসি ব্যাংক বাগমারা উপশাখা।
তিনি সকলকে ব্যাংকিং সেবা গ্রহণের জন্য আই এফ আই সি বাগমারা শাখায় আসার জন্য অনুরোধ করেন।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com