-অনলাইনডেস্কঃ- সরকারী সিদ্ধান্ত অমান্য করে ব্যবসায় প্রতিষ্ঠান খোলার দায়ে বাগমারা বাজারে ৪ কাপড় ব্যাবসায়ীকে জরিমানা করেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত।
১৮ই মে সোমবার উপজেলার বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা সরকারী সিন্ধান্ত অমান্য করে কাপড়ের দোকান খোলা রাখায় আজমীর ক্লথ স্টোরকে ২০০০০ টাকা , আল আরফিন টেইলার্সকে ৫০০০ টাকা, নিউ ফ্যাশন টেইলার্সকে ১০,০০০ টাকা, অঙ্গসাজ টেইলার্সকে ৫০০০ টাকা, অর্থদন্ড এবং স্বাস্হ্যবিধি না মানায় কাপড় ক্রেতা মো ছাদেক ও মো কামরুলকে ২০০০ টাকা করে অর্থদন্ড করা হয় ।
পরে রাস্তার উপর ট্রাক আপলোড করায় ট্রাক চালক মো হুমায়ুনকে ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com