ইয়াকুব আলী নিমেল (নিজস্ব প্রতিনিধি)
লালমাইয়ের বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে একযোগে চলছে করোনা ভ্যাক্সিনেশন, নমুনা সংগ্রহ ও বহির্বিভাগীয় কার্যক্রম। বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আনোয়ার উল্লাহ'র নেতৃত্বে হাসপাতালের ডাক্তার - নার্সদের সহযোগিতায় চলছে এই কার্যক্রম।
১৭ জুলাই (শনিবার) বাগমারায় রেকর্ড সংখ্যক ২৫০ জন ৩৫ উর্ধ্বে বয়স্ক নারী - পুরুষ ও বিদেশ ফেরত প্রবাসীদের ভ্যাকসিন প্রদান ও লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারের অর্থায়নে বিনামূল্যে করোনা নমুনা সংগ্রহ করা হয়।
করোনা নমুনা সংগ্রহ ও ভ্যাক্সিনেশন কার্যক্রমে বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম রাব্বির নেতৃত্বে সেচ্ছাসেবীর দায়িত্ব পালন করে ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব হাসান, মোঃ সবুজ, আরজু,সাকিব প্রমুখ।
বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও আনোয়ার উল্লাহ বলেন, পর্যাপ্ত সক্ষমতা না থাকা সত্বেও সীমিত জনবল নিয়ে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সেচ্ছাসেবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় নির্বিঘ্নে টিকা প্রদান ও নমুনা সংগ্রহ করা হচ্ছে।
বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম রাব্বি বলেন, করোনা দ্রুত বিস্তার লাভ করায় লালমাই উপজেলা মানুষের সুরক্ষার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান মিজান মজুমদার নিজস্ব অর্থায়নে আজ বিনামূল্যে নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছে। লালমাই উপজেলাবাসীর কল্যাণে বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সবসময় পাশে থাকবে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com