-নাফিউ জামান(ডেস্ক)
রক্তের ঋণ শোধ করা যায় না। তাকে আগলে রাখতে হয় হৃদয়ের সবটুকু ভালোবাসায়, পরম মমতায়। বুকের রক্ত ঠেলে বাংলা ভাষাকে রাঙিয়ে দেওয়া, গৌরবের সর্বোচ্চ চূড়ায় বসানো সেইসব ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা, পরম মমতা ও হৃদয় নিংড়ানো ভালোবাসায় স্মরণ করছে লালমাই উপজেলাবাসী।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে হাজির হয়েছে নারী, শিশুসহ সর্বস্তরের মানুষ।
অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ সংলগ্ন শহীদ মিনারে দিবাগত রাত ১২টা ১ মিনিটে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব, লালমাই উপজেলার চেয়ারম্যান আবদুল মালেক (বি. কম), ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার আলাদা ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এ সময় লালমাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, উপজেলা স্বাস্থ্যবিভাগ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আজ সূর্যোদয়ের পরপরই উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠের নেতাকর্মীরা, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা প্রভাতফেরীতে অংশ নিয়ে উপজেলার বিভিন্ন শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আজ লালমাই উপজেলার বিভিন্ন স্থানে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com