গাজী মামুন (নিজস্ব প্রতিনিধি)
বাঙালির ভাষা সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর মানুষের অধিকার রক্ষার দিন।একুশের সকালেই অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ সংলগ্ন শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ড. শাহজাহান মজুমদার, লালমাই প্রেস ক্লাবের সহ সভাপতি রেদওয়ানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক কামাল হোসেন (ইউনিভার্সেল কামাল), অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, দপ্তর সম্পাদক কাজী মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ , সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাফর,ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন, নির্বাহী সদস্য অমর কৃষ্ণ বনিক মানিক,লালমাই উপজেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মনির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জাগো লালমাই নিউজের বার্তা সম্পাদক গাজী মামুন,কুমিল্লার সময় নিউজের লালমাই প্রতিনিধি আফজাল রনি,একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি অরুন পাল, কুমিল্লার সময় নিউজের প্রতিনিধি
তমাল বনিক সহ প্রমুখ।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।
লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছি তাদেরকে আমরা স্মরণ করি। তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই তাদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছি।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com