গাজী মামুন (ভূলইন প্রতিনিধি)
কুমিল্লার লালমাই উপজেলার ৩নং ভূলইন উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চন্দ্রপুর গ্রামের দেলোয়ার হোসেনের বড় ছেলে নয়ন হোসেন (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি পেশায় একজন লাইটিং শ্রমিক।
২৪ জানুয়ারি, ২০২১ রবিবার একই ইউনিয়নের পাশের গ্রাম ৭নং ওয়ার্ড বড় চলুন্ডা গ্রামের খালের পাড়ে গিয়ে একটি গাছের সাথে রশি বেঁধে সে আত্মহত্যা করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে প্রেম করে পারিবারিকভাবেই বিয়ে করেন নয়ন হোসেন। এরই মধ্যে গতকাল পাশের বাড়ির ভাবী সম্পর্কে মহিলা টেইলার্সের নিকট তার স্ত্রীর কাপড় সেলাইয়ের জন্য নিয়ে গেলে ঘরে কেউ না থাকায় নয়ন ঐ মহিলার গায়ে হাত দেয়ার চেষ্টা করলে মহিলাটির চিৎকারে তার শ্বাশুড়ি ও আশেপাশের লোকজন জমায়েত হয়ে নয়নকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি ও পুলিশের ভয় দেখায়। পরে স্থানীয়ভাবে সালিশ বসায় মহিলা টেইলারের পরিবার। ঐ সালিশে অভিযুক্ত নয়ন হাজির হয়নি বলে জানা যায়।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, গতকাল (শনিবার) সন্ধ্যা থেকেই নয়ন কে পাওয়া যাচ্ছিল না। নয়নের মা বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তাকে পায় নি। পরে আজ (রবিবার) ভোরে বড় চলুন্ডা গ্রামের খালের পাশে গাছে ঝুলন্ত নয়ন'কে দেখতে পান তারা। লোকলজ্জার ভয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে ছেলেটির পরিবারের দাবি। নিহত নয়নের বাবা বলেন, আমার ছেলে কারও ক্ষতি করেনি। আমার সহজ সরল ছেলে। আমার ছেলের আত্মহত্যার পেছনে যারা জড়িত তাদের উপর্যুক্ত বিচার দাবি করি।
এ ঘটনায় লালমাই থানার এসআই বলাই দেবনাথ ঘটনাস্থলে এসে জানান, নয়ন এর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আমরা কিছু তথ্য হাতে পেয়েছি। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে বিস্তারিত জানা যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com