স্টাফ রিপোর্টারঃ-
লালমাইয়ের ৪ নং ভূলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে সভায় উপস্থিত হয়।
৪ নং ভূলইন দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক এম.এ মোতালেব। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী যুবলীগ নেতা কামরুল হাসান শাহীন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান ভূঁইয়া ও ভূলইন দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি একরামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান শাহীন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যুবলীগকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করতে হবে। সবাই একতাবদ্ধ হয়ে কাজ করলে যুবলীগ হবে সবচেয়ে শক্তিশালী।
সভায় লালমাই উপজেলা যুবলীগের নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয়।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com