লালমাইয়ে গণধর্ষণ, স্থানীয় নেতাদের শাস্তি নয় বরং টাকা লেনদেনের অভিযোগ।
২১ সেপ্টেম্বর ২০২৫, রোববার রাতে লালমাই উপজেলার ভূশ্চি গ্রামে এক গৃহবধূকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ না নিয়ে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা অর্থ লেনদেন ও ভুক্তভোগীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ভূশ্চি বাজারে গাড়ি না পেয়ে তারা স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় ভূশ্চি দক্ষিণ পাড়ার অটোরিকশা চালক মানিক (পিতা জলিল) তাদের ১৫০ টাকা ভাড়ায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন।
তবে পূর্বপরিকল্পিতভাবে পশ্চিম পাড়ার ফয়সাল (পিতা নজরুল) এবং পূর্ব পাড়ার ইয়াছিন (পিতা সফিউল্লাহ) ভুক্তভোগীর স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে কেরাতুল কুরআন মাদ্রাসার পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে মানিক, ফয়সাল ও ইয়াছিন গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
পরবর্তীতে বিষয়টি ফাঁস হলে স্থানীয় বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক ও ভূশ্চি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে আইন প্রয়োগ না করে নিজেদের উদ্যোগে সালিশের নামে ২ লাখ টাকা জরিমানা ধার্য করেন। তবে ভুক্তভোগীকে মাত্র ২০ হাজার টাকা দিয়ে বাকি ১ লাখ ৮০ হাজার টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেন বলে অভিযোগ উঠেছে। একইসাথে ভুক্তভোগী দম্পতিকে ভয়ভীতি দেখিয়ে ঢাকায় ফেরত পাঠানো হয়।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com