-নাফিউ জামান (ডেস্কঃ)
বাগমারার উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামে আলী আক্কাস স্যার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট - ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে স্বাগতিক মনোহরপুর ইয়ং ব্রাদার্স ক্লাব বনাম পাইকপাড়া স্বাধীন বাংলা ক্লাবের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব। মনোহরপুর ইয়ং ব্রাদার্স কতৃক আয়োজিত মোট ০৮ টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক মুন্সি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, লালমাই ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ শাহ আলম, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম রাব্বি, ইউপি সদস্য বজলুর রহমান, লালমাই সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল হাসান তুহিন সহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় স্বাগতিক মনোহরপুর ইয়ং ব্রাদার্স ক্লাবকে ০-১ গোলে পরাজিত করে পাইকপাড়া স্বাধীন বাংলা ক্লাব।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com