-মাহফুজ নান্টু(কুমিল্লা)
ধনপুর গ্রামকে আলোকিত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।
ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘সদর দক্ষিণ থানায় কর্মকালীন দেখেছি, ধনপুর গ্রামের মানুষের নামে কোনো মামলা নেই। তাদের মাদকের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। এই গ্রামের মানুষ শান্তিপ্রিয়।’
ছায়া সুনিবিড় শান্ত গ্রাম। চারিদিকে ফসলের মাঠ। কাঁচা-পাকা পাকা সড়ক দিয়ে গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে কর্মব্যস্ততা। পথে দেখা হলেই সালাম দিয়ে কুশল বিনিময় করেন অল্পবয়সী থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা।
এমন চিত্র দেখা যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ধনপুর গ্রামে। ভারত সীমান্তবর্তী গ্রামটি শতভাগ ধূমপান ও মাদকমুক্ত।
এ গ্রামের শিক্ষার হার শতভাগ। সবাই সম্প্রীতিতে বসবাস করে বলে কারও নামে মামলাও নেই। এখানে মাতৃমৃত্যু কিংবা শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায়। বাল্যবিয়ের ঘটনাও নেই।
বুধবার বিকেলে ধনপুর গ্রামকে শতভাগ মাদক ও ধূমপানমুক্ত ঘোষণা দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ। ওই সময় গ্রামের পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওসি দেবাশীষ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল প্রধান, ইউনিয়ন সদস্য আবুল কাশেম, লাল সবুজ সংগঠনের প্রতিষ্ঠাতা কাউসার আলম সোহেল, গ্রামের বাসিন্দা মনিরসহ অনেকে।
ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘সদর দক্ষিণ থানায় কর্মকালীন দেখেছি, ধনপুর গ্রামের মানুষের নামে কোনো মামলা নেই। তাদের মাদকের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। এই গ্রামের মানুষ শান্তিপ্রিয়।’
সরেজমিন গিয়ে দেখা যায়, পাঠাগার ও মসজিদের মাঝে একটি ছোট মাঠে আলোকিত গ্রাম ঘোষণার সভা বসেছে। মাঠের দক্ষিণ পাশে ছায়া ছড়ানো বট গাছ। দখিনা মিষ্টি হাওয়ায় বটের পাতা দুলছে। তার মাঝ দিয়ে বিকেলের সূর্যের আলো মাঠে বসা মানুষদের গায়ে পড়ছে। ধনপুরকে আলোকিত গ্রাম ঘোষণায় মাঠে বসা মানুষদের খুশির আভা সূর্যের সঙ্গে মিশে যেন নতুন দীপ্তি ছড়াচ্ছে।
গ্রামবাসীর খুশির মাঝেও আক্ষেপ সড়কের দুরাবস্থা নিয়ে। তাদের দাবি, গ্রামের সড়কগুলো পাকা করতে হবে।
কুমিল্লা সদর দক্ষিণের ইউএনও শুভাশিস ঘোষ বলেন, ‘ধনপুর গ্রামে একটি পাঠাগার উদ্বোধন করতে এসেছিলাম। তখন জানতে পারি, এখানে কেউ মাদকের সঙ্গে জড়িত নয়; ছয়জন ধূমপানের সঙ্গে জড়িত। তাদের আমরা গত ১৩ মাস ধরে কাউন্সেলিং করেছি।
‘গত ঈদে তারা ঘোষণা দিয়েছেন ধূমপান ছেড়েছেন। তাই গ্রামটিকে আলোকিত গ্রাম হিসেবে ঘোষণা করেছি। আমরা চাই এই গ্রামের মতো বাংলাদেশের প্রতিটি গ্রাম মাদক মুক্ত হোক।’
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com