নিজস্ব প্রতিনিধিঃ
যুক্তরাজ্য প্রবাসী, লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও নিবাসী জহিরুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টায় মরহুমের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ জহিরুল হকের বাড়িতে উপস্তিত হতে থাকে।
এসময় লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক (বি. কম), কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, বাগমারা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক মুন্সি, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মোতালেব উপস্থিত ছিলেন।
জানাজা শেষে জহিরুল হককে নোয়াগাঁও ঈদগাঁ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। এর আগে গতকাল লন্ডন থেকে তার লাশ দেশে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিনের ছোট ভাই, বৃহত্তর কুমিল্লা সমাজ ব্রেসিয়া ইতালির সাবেক সভাপতি, ইস্ট লন্ডন বিএনপির সহসভাপতি, যুক্তরাজ্য প্রবাসী মো: জহিরুল হক জহির গত ২০ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ কন্যা সন্তানসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com