মোহাম্মদ আবদুল মতিন,
লালমাই প্রতিনিধি।
কুমিল্লার লালমাই উপজেলাস্থ বেলঘর দক্ষিন ইউনিয়নের গৈয়ারভাঙ্গা-মিতল্লা-যুক্তিখোলা রোড বিনির্মানে অত্র আসনের সাংসদ ও অর্থ মন্ত্রী আবু হেনা মোস্তফা কামাল এফসিএ লোটাস কামালের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। তিনি গৈয়ার ভাঙ্গা-মিতল্লা-যুক্তিখোলা রাস্তাটি মেরামত করে দিবেন বলেন যুক্তিখোলা হাই স্কুল মাঠের নির্বাচনী জনসভায় দ্ব্যর্থহীন ভাষায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। বার বার টেন্ডার হওয়া স্বত্তেও অদৃশ্য কারনে রাস্তাটির মেরামত কাজ হয়নি। রাস্তাটির নাজুক অবস্থার কারনে কয়েকবার দুর্ঘটনায় পড়ে রিক্সা ও অটো রিক্সার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। যারফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রি ও কৃষিপণ্য সময় মত বাজারজাত করা যাচ্ছেনা। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গমনাগমন ও জরুরী মুহুর্তে রুগীদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো যাচ্ছেনা। ইত্যাদি সমস্যার আবর্তে বন্দিএই এলাকার মানুষ। বর্ষাকালে মানুষের দূর্গতির সীমা পরিসীমা থাকেনা।
মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় জনরোষের কবলে রয়েছে ওয়ার্ড মেম্বার সহ স্থানীয় নেতা কর্মীরা। রাস্তা না হওয়ার কারনে একটি চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকার মানুষের মাঝে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com