-নাফিউ জামান নাফিজঃ
গত ০৮ মে লালমাই উপজেলায় দুই জন করোনা রোগী সনাক্তের পর আজ আরো এক শিশুর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।আজ লালমাই উপজেলার ইউএনও ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জনাব কে.এম.ইয়াসির আরাফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।
আক্রান্ত শিশুটির নাম 'নাবিলা'।তার বয়স দুই(০২) বছর। সে ভুলইন উত্তর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের বড় চলুন্ডা গ্রামের বিল্লাল হোসেনের কন্যা।শিশুটিকে বর্তমানে স্বাস্থ্য বিভাগের নিবিড় তদারকিতে রাখা হয়েছে।পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তের বাড়িটি লকডাউন করা হয়েছে।
গত ১২ মে,২০২০ তারিখে ১৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছিল।এর মধ্যে ১ টি পজেটিভ, ১৩ টি নেগেটিভ এবং ২ টির ফলাফল অমীমাংসিত রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইয়াসির আরাফাত জনগণকে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।
উল্লেখ্য, লালমাই উপজেলা থেকে এখন পর্যন্ত সর্বমোট ১২১ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০৫ টির ফলাফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে তিনটি পজিটিভ,পাঁচটি অমীমাংসিত,ষোলো টি অপেক্ষমান এবং আটাশি টির ফলাফল নেগেটিভ হয়েছে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com