-কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে (শাকেরা, বদরপুর, খিলপাড়া) গ্রাম নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন আলোর কাফেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে পরিবেশ রক্ষায় অগ্রনী ভূমিকা পালনের লক্ষ্যে শুক্রবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে ৯নং ওয়ার্ডে আলোর কাফেলা উন্নয়ন পরিষদের সভাপতি ওমর ফারুকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ ও প্রেমনল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক মাষ্টার দেলোয়ার হোসেন, সমাজ সেবক রফি উদ্দিন আহমেদ তপন প্রমুখ। এসময় অতিথি বৃন্দরা সেচ্ছাসেবী সংগঠন আলোর কাফেলা পরিবেশ রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধে নানা পরিকল্পনা গ্রহন করায় সংগঠক পরিচালকদের সাধুবাদ জানান। এ সংগঠনটি একটি মানবিক ও সামাজিক সংগঠন হিসেবে মানবতার কল্যানে অগ্রনী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এবং অতিথি বৃন্দরা সব সময় সংগঠনের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com