কুমিল্লার লালমাইয়ে উপজেলা প্রশাসনকে ঘুষ দিতে ব্যর্থ হয় মেসার্স জামান ট্রেডার্স নামক অবৈধ ইটভাটার মালিক। বৃহস্পতিবার উপজেলার জামান ব্রিকস-১ এবং জামান ব্রিকস-২ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন ২০১৩ অনুযায়ী ১লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, জামান ব্রিকস ফিল্ড-১ এবং জামান ব্রিকস ফিল্ড-২ নামে দুটি ইটভাটা পরিচালনা করা হলেও মালিকপক্ষ একটি ভাটা পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ করেছেন। তবে, কোনটিরই নেই পরিবেশের ছাড়পত্র। এছাড়াও, ইটভাটা দু’টির ৫শত মিটারের মধ্যে রয়েছে পেট্রোল পাম্প। যার ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
প্রশাসন সূত্রে আরো জানা যায়, অবৈধ ইটভাটায় মোবাইলকোর্ট পরিচালনা করার সময় প্রতারণামূলক কাগজপত্র দাখিল করেন মালিকপক্ষ। এছাড়াও, ভাটার পার্শ্ববর্তী ফসলী জমির টপ সয়েল কাটা মাটি দিয়ে ইট তৈরি করতে দেখা গেলে মালিকপক্ষকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা আইন অবমাননা করার জন্য ক্ষমা প্রার্থনা করেন। এক পর্যায়ে, ঘুষ প্রদানের অপপ্রয়াস চালালে ইউএনও তা আঁচ করতে পেরে অপরাধমূলকভাবে ইটভাটা পরিচালনা করায় আইন অনুযায়ী অর্থদন্ড প্রদান করেন। এবং যথাযথ অনুমতিপত্র/লাইসেন্স গ্রহণের পূর্বে সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com