-লালমাই উপজেলা ওলামা- মাশায়েখ ও ইমাম - মুয়াজ্জিন কল্যান পরিষদের আত্মপ্রকাশ ও কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ১৫ জুলাই শনিবার সকালে লালমাই উপজেলার ভূশ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উপজেলার বিশিষ্ট আলেম- ওলামা ও ইমাম মুয়াজ্জিনদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাওঃ আবু তাহের রহমত পুরী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মুড়া আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস জনাব হযরত মাওঃ আবদুল হালিম।
অনুষ্ঠানে মাওঃ মফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মাওঃ মোঃ আমির হামজা, মাওঃ আবদুর নূর,মাওঃ আবদুল মালেক আশরাফী, মাওঃ মোস্তফা কামাল, মাওঃ মোঃ রবিউল হোসেন, মাওঃ আবু জাফর সালেহ সহ উপজেলার সনামধন্য ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন।
পরে সভায় উপস্থিত সকল সদস্য বৃন্দের মতামতের ভিত্তিতে মাওঃ আবু তাহের রহমত পুরীকে সভাপতি ও মাওঃ আবদুন নূর কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com