-গাজী মামুন(লালমাই)
লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের পরতী মজুমদার বাড়ি জামে মসজিদে টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় পুরষ্কার হিসেবে বাইসাইকেল পেয়েছে ৫ জন শিশু। একই সাথে লক্ষ্য পূরণের কাছাকাছি থাকায় আরো ৫ জন শিশু পেয়েছে পাঞ্জাবি।
শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা পরতী মধ্যমপাড়া মজুমদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির উদ্যোগে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এ বাইসাইকেল ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
জানা যায়, জামাতে নামাজ পড়ার জন্য এলাকার শিশু ও কিশোরদের উৎসাহিত করতে দেড় মাস আগে মসজিদে ঘোষণা দেওয়া হয় পরতী মধ্যমপাড়া মজুমদার বাড়ি জামে মসজিদে যে শিশুরা একটানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, তাদেরকে মসজিদ কমিটির পক্ষ থেকে বাইসাইকেল পুরষ্কার দেওয়া হবে। তাই ওই মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে ১৫ জন শিশু অংশ নেয়। তাদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৫ জন শিশু বাইসাইকেল এবং ৫ জন শিশু পাঞ্জাবি পায়।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল খালেক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন মজুমদার।
এ-সময় উপস্থিত ছিলেন ভুশ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের রহমতপুরী, মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মাস্টার মো. সেলিম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ ডা. সোহেল রানা, মাস্টার জিল্লুর রহমান, আবু জাফর মোহাম্মদ, আবদুল আউয়াল, কাজী জাফর আহমেদ রাজন, হাবিবুল্লাহ মিসবাহ, ব্যবসায়ী সোহেল রানা মজুমদারসহ অনেকে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com