-মাসুদ রানা(বিশেষ প্রতিনিধি)
পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা ও লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১১ ফেব্রুয়ারি) ইট ভাটায় অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌমতা দাস এছাড়াও মোবাইল কোর্টে প্রশিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্হাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯) অনুসারে মেসার্স আবুল কাশেম ব্রিকস (এ কে ব্রিকস) কে ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা, মেসার্স মাহবুব আলম ব্রিকস’কে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, মেসার্স এমরান ব্রিকস’কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বলেন, পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের আওতাধীন এলাকায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগিতা করেছে লালমাই থানা পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com