-আজকের লালমাই ডেস্ক:-
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক দুইটি যৌথ অভিযানে কুমিল্লার লালমাই উপজেলার দুটি এলাকায় ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে মোট ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
৫ জুলাই ২০২৫ রাত ১০টা ৫০ মিনিটে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর ধনপুর গ্রামের একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে মোঃ পারভেজ হোসেন নামের একজনকে আটক করা হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা রাত ১১টা ৫৫ মিনিটে লালমাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়াও ৬ জুলাই ২০২৫ তারিখ রাত ১টা ৩০ মিনিটে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহ আলম নামের একজনকে আটক করা হয়।
এই সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে রাত ৩টা ৩০ মিনিটে তাকে এবং জব্দকৃত ইয়াবা লালমাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লালমাই সেনা ক্যাম্প সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com