নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাই এ সালাতুল ইস্তিসকার বা (বৃষ্টির জন্য বিশেষ) নামাজ জয়নগর জনকল্যাণ পরিষদ এর উদ্যোগে লালমাই উপজেলা র জয়নগর চৌহমুনীতে অনুষ্ঠিত হয়।
তীব্র তাপদাহে পুড়ছে দেশ৷ ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল৷ এসময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি৷ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয়নবি হযরত মুহাম্মদ সা. এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন৷ এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন (বুখারি, মুসলিম)৷ বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.)-এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সহ রহমতের উপকারী বৃষ্টির আশায় এ নামাজ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এ সময় নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন জয়নগর সোমনি বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব, এবং জয়নগর জনকল্যাণ পরিষদ এর উপদেষ্টা হযরত মাওলানা মোঃ নাঈম উদ্দিন সিদ্দিকী সাহেব।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com