-কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পেরুল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুই কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন পেরুল গ্রামের আবুল কাশেমের ছেলে নাজমুল হাসান সৈকত (২৪) এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে আরাফাত হোসেন হৃদয় (২৫)। তারা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং কার্যক্রম এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১০টা ৩০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নাজমুল হাসান সৈকত স্থানীয়ভাবে কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিচ্ছে এবং একটি লাইটার পিস্তল দিয়ে এলাকায় ভয়-ভীতি প্রদর্শন করছে। এ তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী সৈকতের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সৈকত ও তার সহযোগী আরাফাত হোসেন হৃদয়কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের বাড়ি তল্লাশি করে ৫২ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, একটি লাইটার পিস্তল, এক রোল ফয়েল পেপার এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুই অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকসহ অন্যান্য সামগ্রী লালমাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
এ ঘটনায় লালমাই থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com